শহীদ শরীফ ওসমান হাদির জানাজা আজ সংসদ ভবনে

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৫ এএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০১ পিএম
শহীদ শরীফ ওসমান হাদির জানাজা আজ সংসদ ভবনে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মরদেহ কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে।  শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে কঠোর নিরাপত্তায় মরদেহ নেওয়া হয়েছে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

বিমানবন্দর থানার ওসি মোবারক হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে ফ্লাইটটি অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩ মিনিটে সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি ঢাকার উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরের ৮ নম্বর হ্যাঙ্গার গেট দিয়ে জাতীয় পতাকায় মোড়ানো কফিনটি বের করা হয়।

হাদির মরদেহ দেশে পৌঁছানোকে ঘিরে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও আনসার সদস্য মোতায়েন করা হয়। কফিন বহনকারী গাড়িটি বের হওয়ার সময় সেখানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর। কফিন বুঝে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ইনকিলাব মঞ্চের নেতারা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও সেখানে যান।

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। হাসপাতালের পরিচালক আব্দুল ওয়াদুদ বলেন, “হাদির মরদেহ এখানে রাখার বিষয়ে আমাদের জানানো হলে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।” তেজগাঁও বিভাগের এক পুলিশ কর্মকর্তা জানান, মরদেহ রাখার সিদ্ধান্তের পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত করা হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়ার কর্মসূচি পরিবর্তন করে শনিবার নেওয়া হবে। সংগঠনটি আরও জানিয়েছে, মরদেহ দেখার কোনো সুযোগ রাখা হবে না এবং সবাইকে শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আজ শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। হাদির মৃত্যুতে আজ শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করা হয়েছে।

জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিমানবন্দর, কারওয়ানবাজার ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে