মেহেরপুরের গাংনীতে রতন আহমেদ (২৭) নামের এক কৃষকের লাশ উদ্ধার হয়েছে পুলিশ। রোববার দুপুর ১২ টায় উপজেলার হাড়াভাঙ্গার মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রতন আহমেদ উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের মোঃ আব্দুল মজিদের ছেলে। সে কৃষি কাজের পাশাপাশি ভ্যান চালাতো।
রতনের মা রাহাতন খাতুন আর্তনাদ করে বলেন, রতনের কোন শত্রু আছে বলে জানা নেই এরপরেও যারা রতন কে হত্যা করেছে তারা যদি একটা পা ভেঙ্গে দিত তাওতো আমার সামনে থাকতো।
নিহতের স্ত্রী রুপা খাতুন বলেন, আমার স্বামী প্রতিদিনের মতো গতকাল রাতে মাঠের ফসল দেখার জন্য বাড়ি থেকে বের হয়। সে প্রতিদিনই বাড়ি আসে।কিন্তু গতকাল রাতে আর বাড়ি ফেরেনি।মনে করেছিলাম বন্ধুদের সাথে পিকনিক করছে বা আড্ডা দিচ্ছে।পরে সকালে শুনতে পায় হাড়াভাঙ্গা মাঠের মধ্যে একজনের লাশ পড়ে আছে।এসে দেখি আমার স্বামীর লাশ।তবে কি কারণে কারা মেরেছে কিছুই জানিনা।প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করেন।
রতনের মামা খলিলুর রহমান বলেন,হাড়ভাঙ্গা মাঠের মধ্যে লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ছুটে আসি।এসে দেখি আমার রতনের লাশ।সঙ্গে সঙ্গে পরিবারকে খবর দিই।যারা এমন কাজ করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস বলেন, হাড়ভাঙ্গা মাঠের মধ্যে লাশ পড়ে আছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে।