মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী রতনের মানোনয়ন পত্র সংগ্রহ

এফএনএস (মোঃ মাহাবুবুর রহমান; মুন্সীগঞ্জ ) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী রতনের মানোনয়ন পত্র সংগ্রহ

মুন্সীগঞ্জ - ৩ ( মুন্সীগঞ্জ সদর - গজারিয়া) আসনে বিএনপি মনোনিত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ জার্তী সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

আজ রোববার বিকেলে কামরুজ্জামান রতন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফীর নিকট থেকে মুন্সীগঞ্জ - ৩  আসনের জন্য  মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এ সময় তার সাথে ছিলেন জেলা যুবদলের সাবেক  আহ্বায়ক সুলতান আহম্মেদ ,এডভোকেট রোজিনা আক্তার ,সাবেক ইউপি চেয়ারম্যান আ: হাকিম মিঝি, বিএনপি নেতা খোরশেদ আলম মাদবর , মজিবুর রহমান , জাহাঙ্গীর ফকির  প্রমুখ। মনোনযনপত্র সংগ্রহ করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন , শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতীক ধানের শীষ।স্বতন্ত্র সহ যে কেহ সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত হলে আমি তাকে সাধুবাদ জানাবো। জাতীয়তাবাদী দলের পরিচয় বহন করে কেহ স্বতন্ত্র প্রার্থী হলে দল তার বিষয়ে সিন্ধান্ত নিবে।জনগনের ভোটে নির্বাচিত হতে পারলে তাদের প্রয়োজনে সাথে থাকব।সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাবো।আমি আমার স্বাধীনতা চাই , অন্যের ভোট প্রদানের ক্ষেত্রে কোন ধরনের বাধা থাকবে না।

আপনার জেলার সংবাদ পড়তে