আশাশুনি উপজেলার বড়দলে অংশগ্রহণমূলক জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন পরিষদ ও রূপান্তর।
ওয়াটার এইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট এর সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সভায় সভাপতিত্ব করেন বড়দল ইউপির প্রশাসকের পক্ষে ইউপি সদস্য ও ইউনিয়ন দূর্যোগ কমিটির সদস্য এস এম জুলফিকর আলী। রূপান্তর গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় উপজেলা কো-অডিনেটর খাইরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্যের মাধ্যমে উক্ত কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরাসহ অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ওয়ার্ড দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির সদস্য কর্তৃক বাস্তবায়িত উন্নয়ন পরিকল্পনা স্ব স্ব ওয়ার্ডের সভাপতির মাধ্যমে উপস্থাপন সহ জলবায়ু পরিবর্তনজনিত কারনে ওয়ার্ডের সকল সমস্যা বিষয়ে আলোচনার মাধ্যমে তুলে ধরা হয়। উপস্থিত টউগঈ কমিটির সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে ওয়ার্ড উন্নয়ন কর্মপরিকল্পনা অনুমোদন করা হয়।কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীতে ইউনিয়নবাসী জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলায় সক্ষম হবে বলে সকলে আশা করেন। এ সময় সকল ইউপি সদস্য ও ইউপি সচিব উপস্থিত ছিলেন।