তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগমারায় বিএনপির সভা

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ পিএম
তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগমারায় বিএনপির সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় ভবানীগঞ্জ আলুহাটা দলীয় কার্যালয়ে বাগমারা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বিএনপি এবং দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায়। তাঁর নেতৃত্বে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় বাগমারাবাসির উপস্থিতি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। সভায় আরও বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল গাফফার, আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোজাফফর হোসেন, মাস্টার ইউসুফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান, জহুরুল ইসলাম খোকন, গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান বকুল সরদার, বাসুপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, ছমির উদ্দীন, মাস্টার শাহানুর ইসলাম, শাহীন রেজা শাহিন, অধ্যাপক দুলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন যোগীপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খুরশেদ আলম রনি ও সাধারণ সম্পাদক এনামুল হক, নরদাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলফিকার আলী বাচ্চু, আউচপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, দ্বীপপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেরাজ আলী, ঝিকরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, নরদাশ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী ও আব্দুল মান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গনিপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, শুভডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, বড় বিহানালী ইউনিয়ন বিএনপি নেতা শরিফুল ইসলাম, গোবিন্দপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম। ভবানীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্টু প্রাং, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম দুলাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন, বাগমারা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মোনাক্কা সভায় অংশ নেন। এছাড়াও ওলামা দলের সদস্য সচিব আক্তার হোসেন, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মুনির, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জর্জ, ভবানীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিবুল ইসলাম, সদস্য সচিব মোনাইম হোসেন, বাগমারা উপজেলা ছাত্রদল নেতা সারোয়ার ইসলাম রাকিব, গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃদুল, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান সুমন ও মাড়িয়া কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান। আলোচনা সভা থেকে তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
আপনার জেলার সংবাদ পড়তে