সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন পাওয়ার সংবাদে সীতাকুণ্ড জুড়ে উচ্ছ্বাস

এফএনএস (জহিরুল ইসলাম; সীতাকুণ্ড, চট্টগ্রাম) : | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫১ পিএম
সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন পাওয়ার সংবাদে সীতাকুণ্ড জুড়ে উচ্ছ্বাস

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে অধ্যাপক আসলাম চৌধুরীর মনোনয়ন নিশ্চিত হওয়ার খবরে সীতাকুণ্ডজুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে প্রার্থী করার খবরে তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও দেখা যায় স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। 

মনোনয়নের খবর এলাকায় পৌঁছানোর পরপরই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে থেকে শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন। অনেক স্থানে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এসব আনন্দ আয়োজনে সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দেশ-বিদেশে অবস্থানরত আসলাম চৌধুরীর অনুসারী ও শুভানুধ্যায়ীরা বিভিন্ন পোস্ট ও প্রতিক্রিয়ার মাধ্যমে আনন্দ প্রকাশ করেন, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া, বারবার গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়া একজন ত্যাগী নেতার প্রতি দল অবশেষে ন্যায্য স্বীকৃতি দিয়েছে। তাদের মতে, আসলাম চৌধুরীর মনোনয়ন পাওয়ায় সীতাকুণ্ডের রাজনীতিতে নতুন প্রত্যাশা, ঐক্য ও শক্তির সঞ্চার করবে।

দলীয় সূত্রে জানা গেছে, শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঢাকার গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ সভায় চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী হিসেবে অধ্যাপক আসলাম চৌধুরীর নাম চূড়ান্ত করা হয়। এর মাধ্যমে পূর্বঘোষিত সম্ভাব্য প্রার্থী কাজী মোহাম্মদ সালাহউদ্দিনের পরিবর্তে তাকে মনোনয়ন দেওয়া হয় বলে সিনিয়র নেতৃবৃন্দরা জানিয়েছেন। নেতৃবৃন্দরা আরও বলেন, চট্টগ্রাম বিভাগের ধানের শীষের মনোনয়ন পাওয়া সংসদ সদস্য পদপ্রার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় বিএনপি'র দপ্তর থেকে। চূড়ান্তভাবে মনোনয়ন পাওয়া অধ্যাপক আসলাম চৌধুরী নিজেও গুরুত্বপূর্ণ এই সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাহউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন। ওই ঘোষণার পর থেকেই সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর অনুসারীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সেদিন রাতেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধসহ একাধিক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, প্রতিবাদ সমাবেশ ও ৫০ কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধনের মাধ্যমে তারা আসলাম চৌধুরীর মনোনয়নের দাবি জানিয়ে আসছিলেন।

দলীয় একাধিক সূত্রের দাবি, তৃণমূল নেতাকর্মীদের প্রবল চাপ, সাংগঠনিক সক্ষমতা এবং আসলাম চৌধুরীর দীর্ঘদিনের ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের ভূমিকা বিবেচনায় নিয়েছে। তাছাড়াও দলীয় বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট মোতাবেক সীতাকুণ্ড সংসদীয় আসনে লায়ন আসলাম চৌধুরীকে ধানের শীষের মনোনয়ন দিলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে বলে নিশ্চিত হয়ে শেষ পর্যন্ত বিএনপির নীতিনির্ধারক মহল এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে