মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল সরকারকে মুন্সীগঞ্জ সদর থেকে আটক করেছে পুলিশ।
জানা যায় মঙ্গলবার সকালে হত্যা মামলার হাজিরা দেওয়ার জন্য মুন্সিগঞ্জ কোর্টহাজিরা দেওয়ার জন্য গেলে পুলিশ তাকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানায় তিনি মুন্সিগঞ্জ আওয়ামী লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিলেন এবং মুন্সিগঞ্জ তিন আসন আওয়ামী লীগের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস আস্থা ভাজন একান্ত কর্মী ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল আলম
তিনি বলেন তাকে আমরা গ্রেফতার করে আমাদের হেফাজতে রেখেছি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায় তদন্ত করে তাকে আমরা মুন্সিগঞ্জ জেল হাজতে পাঠাবো।