তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কাপাসিয়ায় যুবদলের আনন্দ শোভাযাত্রা

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৭ পিএম | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৭ পিএম
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে কাপাসিয়ায় যুবদলের আনন্দ শোভাযাত্রা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ও সংবর্ধনা আয়োজনে গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের উদ্যোগে স্বাগত জানিয়ে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ২৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে 'ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে আনন্দ শোভাযাত্রাটি সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কাপাসিয়া উপজেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত শোভাযাত্রায় গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আতাউর রহমান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ ও সাবেক সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন নেতৃত্ব দেন। দীর্ঘ বর্ণাঢ্য শোভাযাত্রায় আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়। "সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের নির্দেশ" "ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে" ইত্যাদি শ্লোগানে নেতাকর্মীরা মুখরিত করে তোলে। উপস্থিত নেতৃবৃন্দ জানান, গাজীপুর-৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর নেতৃত্বে আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কাপাসিয়া থেকে সর্বোচ্চ সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এসময় উপজেলা যুবদলের ১১টি ইউনিয়ন শাখার আহ্বায়ক, সদস্য সচিব সহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ সবাইকে তারেক রহমানের ঐতিহাসিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানান।
আপনার জেলার সংবাদ পড়তে