গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক পড়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করছেন বলে জানা গেছে।
পদত্যাগকারী নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে লিখিত বক্তব্য পাঠ করে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আর সম্পৃক্ত না থাকার ঘোষণা দিচ্ছেন। কেউ কেউ আবার আওয়ামী লীগ ছেড়ে বিএনপি ও জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন বলে স্থানীয়ভাবে আলোচনা চলছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
রাজনীতিবিদরা বলছেন, এটি আওয়ামী লীগের পুনর্বাসনের কৌশল। আবার কেউ কেউ বলছেন, সুযোগ-সুবিধা লাভের আশায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিচ্ছেন। এদিকে সরকারের ঘোষিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-০২’-এর আওতায় মুকসুদপুর উপজেলায় পুলিশের সাঁড়াশি অভিযান চলমান থাকায় গ্রেপ্তার এড়াতেই অনেকে পদত্যাগ করছেন, এমন ধারণাও করছেন স্থানীয়রা।
গত তিন দিনে পৃথক-পৃথক সংবাদ সম্মেলনে জলিরপাড় ইউনিয়নে ২৪ জন, খান্দারপাড়া ইউনিয়নে ১০ জন এবং মুকসুদপুর পৌরসভায় ১৫ জন নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেছেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাকর্মীরা দাবি করেন, তারা স্বেচ্ছায় দল থেকে সরে দাঁড়িয়েছেন এবং আওয়ামী লীগের রাজনীতি তাদের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন। কেউ কেউ ব্যক্তিগত কারণ, বয়সজনিত সমস্যা ও অসুস্থতার কথাও উল্লেখ করে ভবিষ্যতে কোনো পদে না থাকার কথা জানান।