প্রতি বছরের মতো এবারও ২০২৬ নতুন শিক্ষাবর্ষে নতুন বই পাবে শিক্ষার্থীরা।তাই সরকারি গুদাম থেকে স্কুলে স্কুলে চাহিদা অনুযায়ী বই যাচ্ছে। ১ জানুয়ারি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হবে।চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, সরকারি - বেসরকারি জেলার ১৭২০ টি বিদ্যালয়ের ২ লক্ষ ৬১ হাজার ৬৬৯ জন শিক্ষার্থীর মাঝে ১২ লক্ষ ৬৬ হাজার ২০৪টি বইয়ের চাহিদা রয়েছে। এরমধ্যে প্রথম থেকে তৃতীয় শ্রেণি ৬ লক্ষ ১৫ হাজার ৮০০, চতুর্থ পঞ্চম শ্রেণীর ৫ লক্ষ ৯১ হাজার ৭৭৭২ এবং পাক-প্রাথমিক বইয়ের সংখ্যা ৫৮ হাজার ৬৩২ টি।চাঁদপুর জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১১৫৬ টি, কিন্ডার গার্ডেন কেজি স্কুল কিন্ডারগার্টেন কেজি স্কুল ৫৫৬ টি এবং উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক স্তর ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বই যাবে। নতুন বছরের প্রথম দিন থেকে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক।জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেছেন, জানুয়ারি মাসের ১ তারিখে সারাদেশের স্কুলে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদপুর জেলা হাসপাতালের বিপরীত গুদাম থেকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর,২০২৫) সকাল থেকে প্রাথমিক স্তরের বই সংগ্রহ করছেন শিক্ষকবৃন্দ।