স্বেচ্ছাসেবী সংগঠন ‘দশমিক’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) টাঙ্গাইল পৌর এলাকার ছয়আনী পুকুরপাড় সংলগ্ন মারিয়াম ফুড কর্নার রেস্টুরেন্টে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মিনারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দশমিকের সহ-সভাপতি আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা ও ত্রিজান চৌহান, কোষাধ্যক্ষ মিমি, কার্যকরী সদস্য সুইটি, শান্তা, মীমসহ অন্যান্য সদস্যরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এক বছরের কার্যক্রমের ভিত্তিতে সংগঠনের কয়েকজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘দশমিক’-এর সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী। তারা নিজেদের টিফিনের টাকা ও হাতখরচের অর্থ জমিয়ে সমাজসেবামূলক বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করে আসছেন।
সংগঠনটি এরই মধ্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বস্তি এলাকার ছিন্নমূল পথশিশুদের নিয়ে পিঠা উৎসব, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শহরের বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শীতবস্ত্র বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা, ঈদ উপহার প্রদান, পিঠা উৎসব, মেহেদী উৎসব, ইফতার বিতরণ ও এক বেলার আহার কর্মসূচি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও মানবকল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন ‘দশমিক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তারা।