নারায়ণগঞ্জ মৌচাক এলাকায় ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৫ পিএম
নারায়ণগঞ্জ মৌচাক এলাকায় ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩,৬০,০০০/- (তিল লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের ১২ (বারো) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মো: আতাব মিয়া (৩২), পিতা- মৃত সমর উদ্দিন, সাং- শ্রীঘর পূর্বপাড়া, থানা- নাসিরনগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া বলে জানা যায়। প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব পন্থায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে