ঢাকায় যাচ্ছেন চাঁদপুর বিএনপির ২৫ হাজার নেতাকর্মী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০১:৪৫ এএম
ঢাকায় যাচ্ছেন চাঁদপুর বিএনপির ২৫ হাজার নেতাকর্মী

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে চাঁদপুর জেলা থেকে ২৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাবেন। এ উপলক্ষে চাঁদপুর লঞ্চঘাটে একাধিক লঞ্চ রিজার্ভ রাখা হয়েছে। আজ বুধবার দুপুর ২ টায় চাঁদপুর সদর আসনের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বহন করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে লঞ্চ। রাজধানীতে তাদের গন্তব্য ৩০০ ফিট এলাকার কুড়িল বিশ্বরোড। এখানেই জড়ো হবেন চাঁদপুর জেলা বিএনপির নেতা কর্মীবৃন্দ। 

এছাড়া বাস, মাইক্রোবাস ও কার-এ করে ঢাকায় যাবেন নেতাকর্মীরা। দলীয়ভাবে লঞ্চ,বা- মাইক্রোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনেকে নিজে নিজে আলাদাভাবে ঢাকায় গিয়েছেন বা যাচ্ছে। 

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। চাঁদপুর জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। প্রত্যেকে নিজ নিজ নির্ধারিত স্থান থেকে লঞ্চ,বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসযোগে ঢাকায় রওনা হবেন।

তিনি আরও জানান, নেতাকর্মীদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দলীয় নেতারা সার্বক্ষণিক তদারকি করছেন।

এ বিষয়ে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম জানান,চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসন এলাকা থেকে ৫ হাজার করে ২৫০০০ নেতাকর্মী যাবে।আজ বুধবার চাঁদপুর লঞ্চঘাটে ঢাকা যাবার জন্য আমাদের লঞ্চ থাকবে এবং দুপুর দুইটার সময় লঞ্চ ছাড়বে।নেতাকর্মী সমর্থক ৫ হাজার ৬ হাজার ১০ হাজার হোক আমাদের লঞ্চ রেডি থাকবে। 

তিনি বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে, চাঁদপুর থেকে বিপুল সংখ্যক নেতাকর্মি আমরা ইতিহাসের সাক্ষী হতে যাবো।তারেক রহমান বাংলাদেশের কৃতি সন্তান,তারুণ্য দীপ্ত নেতা।বাংলাদেশের মাটি ও মানুষের নেতা তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে তাকে সংবর্ধনা জানাতে আমরা প্রস্তুত আছি এবং সেই লক্ষ্যে আমরা ঢাকা যাচ্ছি।