দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা এসেছে দামে। একদিনের ব্যবধানে নতুন করে বাড়ানো দরে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ২৬ হাজার ২৮২ টাকায়। দাম বাড়ানো হয়েছে ভরিতে ৪ হাজার ১৯৯ টাকা, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দর হিসেবে রেকর্ড হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দরের ঘোষণা দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার (২৪ ডিসেম্বর) থেকে সারাদেশে এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বাড়ায় স্বর্ণের মূল্য সমন্বয় করতে হয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৫ হাজার ১৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকায়।
সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে সবশেষ সোমবার (২২ ডিসেম্বর) স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা, যা তখন পর্যন্ত সর্বোচ্চ ছিল।
স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলার বিনিময় হার এবং স্থানীয় তেজাবি সোনার দামের ওঠানামার কারণে টানা সমন্বয় অব্যাহত রয়েছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে বিয়ের মৌসুম সামনে রেখে।