আটক ২

মাধবপুরে ট্রাকভর্তি খড়ের ভেতর থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩১ পিএম
মাধবপুরে ট্রাকভর্তি খড়ের ভেতর থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে অভিনব কায়দায় পাচারকালে ট্রাকভর্তি খড়ের ভেতর থেকে ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়।

৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, বুধবার ভোরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বিওপি’র একটি টহলদল ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের জগদীশপুর এলাকায় বিশেষ টহল পরিচালনা করে। এ সময় একটি পণ্যবাহী ট্রাক সন্দেহজনকভাবে আসলে সিগন্যাল দিয়ে থামানো হয়।

ট্রাকটি গরুর খাবার (খড়) পরিবহনের কথা জানালেও সন্দেহ হওয়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে খড়ের ভেতরে বস্তার মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় ১০০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুই মাদক কারবারি হলেন-

মোঃ নজরুল ইসলাম (৩৭), পিতা: মৃত রজব আলী, গ্রাম: মির্জাপুর, পোস্ট: ইটখোলা, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ এবং

রহমত আলী (৪৩), পিতা: ছিদ্দিক মিয়া, গ্রাম: কৃষ্ণপুর, পোস্ট: মনতলা, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে