পূর্বের স্বামীর ছুরিকাঘাতে পিরোজপুরে সুমনা আক্তার (১৮) নামের এক তরুনীর মৃত্যু হয়েছে। নিহত তরুনী পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি এলাকার ফারুক সিকদারের মেয়ে। এ ঘটনায় ঘাতক অমিত হাসানকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার অমিত পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার লুৎফর রহমান শেখ এর ছেলে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে অমিত হাসান ঝাটকাঠী এলাকায় সুমনাদের বাড়ীতে গিয়ে তাকে ছুরিকাঘাত করে। এতে সে গুরুতর আহত হলে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় বুধবার ভোররাতে তাকে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় ওই তরুনীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে প্রেরণ করা হলেও পথেই তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, নিহতের পিতা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।