গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের নামকরণ ‘আব্দুল হাই স্যার সড়ক’

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৩ পিএম
গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের নামকরণ ‘আব্দুল হাই স্যার সড়ক’

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রবেশমুখের প্রধান সড়কের নামকরণ করা হয়েছে ‘আব্দুল হাই স্যার সড়ক’।

বুধবার (২৪ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচনের মাধ্যমে সড়কটির নামকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও শিক্ষানুরাগী আব্দুল হাই স্যারের স্মৃতি ও অবদানকে সম্মান জানাতে বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ নামকরণ করা হয়। দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তারে তার অবদান গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, সাবেক শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আব্দুল হাই স্যার ছিলেন একজন আদর্শ শিক্ষক, যিনি শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ সময় বক্তারা আশা প্রকাশ করেন, এই সড়কের নামকরণ নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চায় ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে