কমলগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মিছিল

এফএনএস (এস.কে.দাস; কমলগঞ্জ, মৌলভী বাজার) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৭ পিএম
কমলগঞ্জে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপির মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে কমলগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই মিছিলটি শুরু হয়। এতে উপজেলা বিএনপির আহবায়ক ইউপি চেয়ারম্যান অলি আহমেদ খান, যুগ্ম আহবায়ক মো: আবুল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক প্রত্যুষ ধরসহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতীদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।মিছিলটি কমলগঞ্জ পৌর এলাকার ভানুগাছ বাজারের গুরুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

আপনার জেলার সংবাদ পড়তে