মণিরামপুরে কৈশোর কর্মসূচি শীর্ষক উপজেলা দিবস উদযাপন

এফএনএস (জি. এম ফারুক আলম; মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩৬ পিএম
মণিরামপুরে কৈশোর কর্মসূচি শীর্ষক উপজেলা দিবস উদযাপন

যশোরের মণিরামপুর বাঁধাঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাধান সংস্থার ব্যবস্থাপনায় ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় “কৈশোর কর্মসূচি”শীর্ষক প্রকল্পের আওতায় উপজেলা দিবস উদযাপন উপলক্ষে কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিযোগিতা, স্বাস্থ্য ও পুষ্টি মেলা ও গুণিজন সম্মাননার আয়োজন করা হয়। 

এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমাধান সংস্থার পরিচালক (সার্বিক) শাহীনুর রহমান। 

সমাধানের প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ মুনছুর আলীর সঞ্চালনায় বুধবার দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও)

 ডাঃ ফাইয়াজ আহমদ ফয়সাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আবু মোত্তালেব আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাঃ আলমগীর হোসেন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস, এম মজনুর রহমান, বিশিষ্ট্য শিক্ষানুরাগী জমিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে চারজন গুণিজনকে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন সাংবাদিকতায় এস, এম মজনুর রহমান, ক্রীড়ায় মোঃ হুমায়ূন কবির, সাংস্কৃতিককে এস, এম হাফিজুর রহমান ও সমাজসেবায় হাফেজ মোঃ আঃ রশিদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি জি এম ফারুক আলম ও বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন। 

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের প্রোগ্রাম অফিসার মঈনুল ইসলাম। বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ্রগহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের কিশোর-কিশোরী ও অভিভাবকসহ প্রায় ২ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, উক্ত প্রকল্পের আওতায় মণিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় কিশোর-কিশোরীদের ক্লাব গঠনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সচেতন করে গড়ে তোলার জন্য এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে বাল্য বিয়ে, মাদক, ইভটিজিংসহ নানা সামাজিক ব্যাধি থেকে দুরে থেকে যাতে তারা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখে এই বিষয়ে তাদেরকে উৎসাহিত করাই প্রকল্পের মূল্য লক্ষ্য।

আপনার জেলার সংবাদ পড়তে