ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নিয়ন্ত্রনাধীন সদর উপজেলার মডেল মসজিদে বুধবার "নৈতিকতা ও ধমীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ্ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম" এর শিশু শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন ইফার ফিল্ড অফিসার বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাও মো.কামরুল হাসান।ইফার হিসাব রক্ষক ও সদর উপজেলার সুপার ভাইজার মো: শফিকুল আলম সারওয়ারের সভাপতিত্বে
এতে বক্তব্য রাখেন ইফার সুপার ভাইজার মাও আবু সাঈদ,মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও আব্দুল মতিন, ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাছুম বিল্লাহ,সাধারণ কেয়ারটেকার মাও খন্দকার সাদেকুজ্জামান, মাহতাব উদ্দিন, শিক্ষিকা তাওহীদা আক্তার প্রমুখ। পরে নৈতিকতা ও ধমীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ্ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম" এর ২০২৫ সালের বিদায়ী শিশু শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এসময় ইফার কর্মকর্তা কর্মচারীগণ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।