সদরে প্রাক প্রাথমিক শিশু শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে পুরস্কার বিতরণ

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৪ পিএম
সদরে প্রাক প্রাথমিক শিশু শিক্ষার্থীদের কোর্স সমাপনী  উপলক্ষে পুরস্কার বিতরণ

ইসলামিক ফাউণ্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের নিয়ন্ত্রনাধীন সদর উপজেলার মডেল মসজিদে বুধবার "নৈতিকতা ও ধমীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ্ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম" এর শিশু শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন  ইফার  ফিল্ড অফিসার বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মাও মো.কামরুল হাসান।ইফার হিসাব রক্ষক ও সদর উপজেলার সুপার ভাইজার মো: শফিকুল আলম সারওয়ারের সভাপতিত্বে

এতে বক্তব্য রাখেন ইফার সুপার ভাইজার মাও আবু সাঈদ,মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, সদর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও আব্দুল মতিন, ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাছুম বিল্লাহ,সাধারণ কেয়ারটেকার মাও খন্দকার সাদেকুজ্জামান, মাহতাব উদ্দিন, শিক্ষিকা তাওহীদা আক্তার প্রমুখ। পরে নৈতিকতা ও ধমীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ্ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম" এর ২০২৫ সালের বিদায়ী  শিশু শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় ইফার কর্মকর্তা কর্মচারীগণ, শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে