যশোর-৫ (মণিরামপুর) সংসদীয় আসনে ২০ দিনের ব্যবধানে দলীয় মনোনয়ন পরিবর্তন করে বিএনপির শরীক দলকে করা হয়েছে। মনোনয়ন বদলের খবর চাউর হওয়ার সাথে সাথে মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। বুধবার বিকেলে দলটির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে “অবৈধ মনোনয়ন মানি না- মানবো না”শ্লোগান দিতে দেখা যায়।
বুধবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি শরীক ইসলামী ঐক্যজোটের রশীদ বিন ওয়াক্কাস -এর নাম ঘোষণা করেন। এর আগে গত ৪ ডিসেম্বর মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেনের নাম ঘোষণা করা হয়। হঠাৎ প্রার্থী বদলে এ্যাড. শহীদ ইকবাল হোসেনের অনুসারিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ্যাড. শহীদ ইকবালের নাম ঘোষনার পর থেকে তিনি নির্বাচনী কার্যক্রম অব্যহত রাখেন।
এদিকে, বুধবার জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র যুগ্ম-মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসের নাম জোটের প্রার্থী হিসেবে ঘোষনা করার পর পৌর শহরের বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সহসভাপতি এ্যাড. মকবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি সন্তোষ স্বর'সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।