টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত নূরানী স্কলারশিপ-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৫ ডিসেম্বর) পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির পক্ষ থেকে প্রস্তুতকৃত ফলাফল ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী-এর নিকট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মাহফুজুর রহমান, মহাসচিব মাওলানা নুরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি রবিউল ইসলাম, গোপালপুর উপজেলা জিম্মাদার মাওলানা নোমান, ঘাটাইল উপজেলা জিম্মাদার মাওলানা আব্দুর রশিদ, ভূঞাপুর জিম্মাদার হাফেজ মেহেদি, সিরাজগঞ্জ জেলা জিম্মাদার আলহাজ্ব শরিফুল ইসলামসহ বিভিন্ন উপজেলার দায়িত্বশীল জিম্মাদারবৃন্দ।
বক্তারা বলেন-
নূরানী শিক্ষার মানোন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং দ্বীনি শিক্ষাকে আরও সুসংগঠিত ও যুগোপযোগী করার লক্ষ্যে এই স্কলারশিপ কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অত্যন্ত স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে খাতা মূল্যায়নের মাধ্যমে ফলাফল প্রস্তুত করা হয়েছে।
ফাউন্ডেশনের সভাপতি শেখ মাহদী হাসান শিবলী বলেন-
“নূরানী শিক্ষার অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই স্কলারশিপ কার্যক্রম আরও বিস্তৃত, পরিকল্পিত ও মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে।”