দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে ফোন, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৭ পিএম
দেশে ফিরেই প্রধান উপদেষ্টাকে ফোন, কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

দীর্ঘ সতেরো বছরের নির্বাসন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনার জন্য সরকারপ্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান তারেক রহমান। বিমান থেকে নামার পর আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে বসে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনালাপ করেন। বিএনপি মিডিয়া সেলের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কথোপকথনের শুরুতেই তিনি প্রধান উপদেষ্টার শারীরিক খোঁজখবর নেন।

ফোনালাপে তারেক রহমান বলেন, “আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার পক্ষ থেকে বিভিন্ন রকম আয়োজন করেছেন, বিশেষ করে আমার নিরাপত্তার জন্য। থ্যাংক ইউ সো মাচ।” কথোপকথনের একপর্যায়ে তিনি দোয়া কামনা করেন এবং শেষে সালাম দিয়ে ফোন রাখেন।

বিমানবন্দরে পৌঁছানোর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এরপর বিমানবন্দর ত্যাগের আগে জুতা খুলে মাটিতে পা রেখে এক মুঠো মাটি হাতে নেন তারেক রহমান। দুপুর ১২টা ৩৬ মিনিটে তিনি বিমানবন্দর এলাকা ছাড়েন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পুরো যাত্রাপথে তার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এ কারণে প্রধান উপদেষ্টার প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা জানাতে তিনি ফোন করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা এবং সরকারপ্রধানের সঙ্গে এই ফোনালাপ বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দলটির নেতারা মনে করছেন, এই প্রত্যাবর্তন ও সৌজন্য বিনিময় দেশের রাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে