দিনাজপুরের কাহারোল উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিনকে ঘিরে উপজেলার খ্রিস্টান পল্লীগুলো উৎসবের আনন্দে পালন করা হয় বড়দিন। বড়দিন উপলক্ষ্যে গ্রাম জুড়ে আলোকসজ্জা ঘর-বাড়িতে নান্দনিক আল্পনা, গীর্জায় রঙ্গীন সাজ ও ক্রিস্টমাস ট্রির ঝলমলে উপস্থিতিতে তৈরী হয়েছে এক আনন্দঘন পরিবেশ। বড়দিন উপলক্ষে পাড়া-মহল্লায় তৈরী করা হয়েছে গোশালা গীর্জাগুলো সাজানো হয়েছে রঙিন কাগজ ও আলোকসজ্জায়। বাসা-বাড়িগুলো বাদ যায়নি মাটির ঘর থেকে শুরু করে গীর্জার দেওয়াল জুড়ে ফুটে উঠেছে ধর্মীয় ও নান্দনীক আল্পনার ছোয়া।
কাহারোল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় এবার কাহারোল উপজেলায় ৬টি ইউনিয়নে ৭৪টি গীর্জায় পালন করা হচ্ছে বড়দিনের উৎসব। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম জানান, বড়দিন উৎসব উপলক্ষ্যে সরকারিভাবে প্রতিটি গীর্জায় ৫ শত কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট এলাকায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানো হয়েছে বড়দিনের উৎসব উপলক্ষ্যে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোমেল বর্মন জানান, বড়দিন উৎসব নির্বিঘ্নে পালন এবং সংশ্লিষ্ট বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী বাড়ানো হয়েছে। বড়দিন উৎসব উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।