মহেশখালীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এফএনএস (আবুল বশর পারভেজ; মহেশখালী, কক্সবাজার) : | প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৩ পিএম
মহেশখালীতে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কক্সবাজারের মহেশখালীর শিক্ষানুরাগী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।২৬ডিসেম্বর (শুক্রবার)  সকাল ১০ টায় বড় মহেশখালীতেই ১১৩২ শিক্ষার্থী নিয়ে ৩য় থেকে ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। মহেশখালী সরকারি মহিলা কলেজ, বড় মহেশখালী বালিকা বিদ্যালয় ও আনোয়ার পাশা চৌধুরী উচ্চ বিদ্যালয়  কক্ষে পরীক্ষা গ্রহণ করে।

প্রথম বারের মতো অনুষ্ঠিত মেধা বৃত্তি পরীক্ষায় অনন্য দৃষ্টান্ত যে পরীক্ষার দিনই ফলাফল ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি বেগম নুরুন্নাহার এর সভাপতিত্বে মেধাবৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনোযোগী করে তুলবে। 

আপনার জেলার সংবাদ পড়তে