হবিগঞ্জ জেলার সীমান্ত এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লাখ ২৭ হাজার টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী, অবৈধ ওষুধ, একটি গরু, ওয়াকিটকি সেট ও দেশীয় অস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার বিকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)র একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সাতছড়ি-তেলিয়াপাড়া সড়কে সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে কৌশলগত অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি মিনিট্রাক ও একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়।তল্লাশিতে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ প্রসাধনী বিভিন্ন ব্র্যান্ডের ক্লোপজি ক্রীম, বডি লোশন, ফেসওয়াশ, ফেস পাউডার, রং ফর্সাকারী নিম্নমানের ক্রীমসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৪ লাখ টাকা
এদিকে একই দিন বিকেল আনুমানিক ৫টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফরেস্ট এলাকায় টহল চলাকালে চোরাকারবারীরা ভারত থেকে একটি গরু, একটি ওয়াকিটকি সেট ও একটি দেশীয় অস্ত্র (হাসুয়া) নিয়ে প্রবেশের চেষ্টা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় একটি ভারতীয় গরু, একটি ওয়াকিটকি সেট ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসবের আনুমানিক মূল্য ৭৩ হাজার ৮৫০ টাকা।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।