ভূরুঙ্গামারীতে ফুল বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম
| আপডেট: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৭ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৭ পিএম
ভূরুঙ্গামারীতে ফুল বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে ফুল বৃত্তি পরীক্ষা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনের প্রায় ৮৬০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। ফাইট আনটিল রাইট (ফুল) নামক স্থানীয় একটি বেসরকারী সংস্থা এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে। সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল কাদের জানান, অবহেলিত কুড়িগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার প্রতি উৎসাহ ও আগ্রহ বাড়াতে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। তিনি জানান, নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলাতেও এধরণের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পর্যাক্রমে সারা জেলায় বৃত্তি পরীক্ষার আয়োজন করা হবে। কেন্দ্র সচিব ও নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ জানান, এ আয়োজন মিশু কিশোরদের লেখাপড়ায় উৎসাহ যোগাবে। তিনি জানান, অত্যন্ত মনোরম ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে