অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ বরিশালের উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাওলাদার ও নিষিদ্ধ ঘোষিত আগৈলঝাড়ায় উপজেলা ছাত্রলীগের সদস্য রাকিব সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন-শুক্রবার দিবাগত রাত দশটার দিকে উজিরপুর উপজেলা থেকে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তারকৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম হাওলাদারকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন-নুরুল ইসলাম হাওলাদার দীর্ঘদিন থেকে দৈনিক যায়যায়দিন পত্রিকার উজিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিষ্ঠারসাথে দায়িত্ব পালন করে আসছেন।
অপরদিকে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খাঁন জানিয়েছেন, শুক্রবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের আগৈলঝাড়া উপজেলা শাখার সদস্য রাকিব সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজকে প্রেরণ করা হয়।