চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় এর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭/১২/২০২৫ তারিখে মাদকের কুফল সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাদকবিরোধী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএমএন জামিউল হিকমা। উক্ত মাদকবিরোধী সমাবেশে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর সহকারী পরিচালক মু. মিজানুর রহমান।
আরও বক্তব্য রাখেন বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন এবং ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাড.নুরুল আমিন আকাশ। এসময় মসজিদের ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত, শিক্ষার্থী ও শিক্ষক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে তরুণ সমাজের ভাবনা ও উদ্যোগকে তুলে ধরা এবং মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ ও মাদকের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। তরুণ সমাজকে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়ে এবং সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাদের সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।