পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ছাড়াল ৭ লাখ ৯৪ হাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ পিএম
পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন ছাড়াল ৭ লাখ ৯৪ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ইতোমধ্যে ৭ লাখ ৯৪ হাজার ছাড়িয়েছে, যা প্রতি মুহূর্তে বাড়ছে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যে দেখা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর পর্যন্ত পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন ৭ লাখ ৯৪ হাজার ৮৩৯ জন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই সংখ্যা ছিল ৭ লাখ ৯৪ হাজার ৩৫। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানে নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইসি কর্মকর্তারা জানান, গত ১৯ নভেম্বর থেকে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটে নিবন্ধন কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধনের জন্য চালু করা হয়েছে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ, যার মাধ্যমে প্রবাসী ভোটাররা ঘরে বসেই আবেদন করতে পারছেন।

ইসি সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মরিশাস, হংকং, মিশর, লিবিয়া, নাইজেরিয়া, কেনিয়া, মরক্কো, আর্জেন্টিনা, তাইওয়ানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বহু দেশে বসবাসরত বাংলাদেশিরা এই নিবন্ধনে অংশ নিচ্ছেন। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত কিছু যোগ্য ভোটারও নিবন্ধন করেছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে আবেদনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা নির্ধারিত ব্যালটে ভোট দিয়ে ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এদিকে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় রোববার (২৯ ডিসেম্বর)। মনোনয়নপত্র বাছাই চলবে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্টরা মনে করছেন, পোস্টাল ব্যালটে নিবন্ধনের এই সংখ্যা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

আপনার জেলার সংবাদ পড়তে