‘শিশু মনের বিকাশ ও আধুনিক মানসম্মত শিক্ষা প্রদান-ই লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কালীকচ্ছ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিশু শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার সকালে বিদ্যালয়ের সামনের খালি জায়গায় অভিভাবক সমাবেশের মাধ্যমে মেধাবী শিক্ষার্থী ও অতিথিদের পুরস্কৃত করা হয়েছে। শিক্ষার্থী মো. মোস্তাকিমের কোরআন তেলাওয়াত যৌথভাবে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পিআইবি’র কর্মকর্তা শেখ মজলিশ ফুয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ‘তরী’ বাংলাদেশের আহবায়ক শামীম আহমেদ। মো. মুসা মিয়ার সঞ্চালনায় ও প্রধান শিক্ষক নাজমা বেগমের স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন- সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, তরী বাংলাদেশের সদস্য খালেদা মুন্নি, সুপ্রীম কোর্টের এডভোকেট মামুন কবির, সমাজসেবক ও সালিসকারক মো. আতিকুর রহমান খেলু, ইউপি বিএনপি’র সম্পাদক মো. মনিরূজ্জামান মানিক, মো. হোসেন মিয়া, মো. আইয়ুব খান ও ইউপি সদস্য মো. সাইদ হোসেন। বক্তারা বিদ্যালয়ের পরিচালক/প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের প্রশংসা করে বলেন, কচি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা নিশ্চিত করে সত্যিকারের সম্পদ ও মানুষ হিসাবে গড়ে তুলার দায়িত্ব আপনাদের। পাঠদানে সাথে সুষ্ঠু বিনোদনের ব্যবস্থা তাদের মধ্যে জ্ঞানার্জনের প্রতিযোগিতা তৈরী করূন। আজকের এই শিশুই আগামী দিনের সম্পদ ও দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। মাদক ও দাঙ্গার ক্ষতিকর দিক গুলো শিক্ষার্থীদের মগজে মননে প্রবেশ করানোর দায়িত্ব প্রত্যেকটি অভিভাবকের। সবশেষে বার্ষিক পরীক্ষায় প্রথম-তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে অতিথিরা। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা অতিথিদেরকেও পুরস্কৃত করেছেন। একই দিন সকালে সরাইল সদরের বড়দেওয়ান পাড়া কিশলয় বিদ্যানিকেতন স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।