জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:০১ পিএম
জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন

জিয়া পরিষদ লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন  দেয়া হয়েছে। নতুন কমিটির আহবায়ক মনোনিত হয়েছেন ওয়ালিউর রহমান(সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা), সদস্য সচিব 

মনোনিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম।(সাংবাদিক)। জানা যায়, গত ২২ডিসেম্বর জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি ডঃ এ্যাডঃ এম এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সৈয়দ খোরশেদ তৌহিদ কোহেল ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিএনপি নেতৃবৃন্দ। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের তাগিদ দিয়েছেন জেলার নেতৃবৃন্দ।