কালীগঞ্জে চুপাইর উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন ও পুনর্মিলনী

মোঃ আল-আমিন দেওয়ান; কালীগঞ্জ, গাজীপুর
| আপডেট: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৯ পিএম
কালীগঞ্জে চুপাইর উচ্চ বিদ্যালয়ের শত বছর উদযাপন ও পুনর্মিলনী
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চুপাইর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার শত বছর উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠানের সাবেক ছাত্র বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ডক্টর রফিকুল ই ইসলাম। বিশেষ অতিথি পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর এসএম হাফিজুর রহমান, ব্র্যাক ব্যাংকের ডিএমডি এন্ড হেড অব অপারেশন মো. মনিরুজ্জামান মোল্লা। অনুষ্ঠানে বক্তাগণ বলেন, আজ শতবর্ষ পূর্ণ করে চুপাইর উচ্চ বিদ্যালয় দাঁড়িয়ে আছে গর্বের সাথে। এই বিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে প্রাক্তন শিক্ষার্থীদের আবেগ, দায়বদ্ধতা ও ভালোবাসা। এই বিদ্যালয় কেবল পড়াশোনার জায়গা নয়, এটি একটি বিশ্বাস, একটি আত্মিক বন্ধন। অতীতের ঐতিহ্য, বর্তমানের দায়িত্ব এবং ভবিষ্যতের স্বপ্ন সবকিছু মিলিয়ে এটি শুধু একটি বিদ্যালয় নয়, একটি ইতিহাস। প্রাক্তন শিক্ষার্থীদের আয়ের একটি অংশ দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনের পরিকল্পনা রয়েছে। যাতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা সহায়তা পায় এবং কোনো সন্তান যেন অর্থের অভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা হয়। বিদ্যালয়ের শত বছর উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে