আজকের মেধাবী শিক্ষার্থীদেরকে আগামী দিনের হাল ধরতে হবে: শাহজাহান চৌধুরী

এফএনএস (মোহাম্মদ বেলাল হোছাইন; সাতকানিয়া, চট্টগ্রাম) : | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫১ পিএম
আজকের মেধাবী শিক্ষার্থীদেরকে আগামী দিনের হাল ধরতে হবে: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া - লোহাগাড়া) সংসদীয় আসনের সাবেক এম.পি, সাবেক প্যানেল স্পিকার আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, "শিক্ষার্থীরা জাতির বড় সম্পদ। সঠিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করা গেলে তারা হবে আগামী দিনের কর্ণধার। সঠিক শিক্ষা হতে বঞ্চিত হলে তারা হবে জাতির বোঝা। তাই কোমলমতি শিক্ষার্থীদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদেরকে পর্যাপ্ত সুবিধা প্রদানের মাধ্যমে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীদেরকেই আগামী দিনের হাল ধরতে হবে।"

শনিবার (২৭ ডিসেম্বর) দি গ্রিন ভিশন বৃত্তি পরীক্ষা ২০২৫ এ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাতকানিয়া উপজেলার কেরানিহাটে অবস্থিত আশশেফা স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি গ্রিন ভিশন লিমিটেড ও আশশেফা স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান এবং আশশেফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল হক। আশশেফা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হামিদ উদ্দিন আযাদ উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। সঞ্চালনা করেন সহকারি শিক্ষক দেলোয়ার হোসাইন সাইফি।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি গ্রিন ভিশন লিমিটেডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুল গণি, আশশেফা স্কুল অ্যান্ড কলেজের ডিএমডি এবং কেরানিহাট মা - শিশু হাসপাতালের ভাইস চেয়ারম্যান আলহাজ আজিজুল হক, দি গ্রিন ভিশন স্কলারশিপ - ২০২৫-এর ব্যবস্থাপনা পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জাহেদুল হক, কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, আশশেফা স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক বিভাগের প্রধান অধ্যাপক জয়নাল আবেদিন, বাজালিয়া মাদ্রাসার সহকারি অধ্যাপক শাহাব উদ্দিন, ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি, চিব্বাডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউল আজম, পশ্চিম ঢেমশা ইয়াকুব মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম প্রমুখ। এছাড়াও স্কুল গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে