ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৭ সেশনের এ নির্বাচন ওইদিন বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন, সহকারী উপজেলা সমাজসেবা এমদাদুল্লাহ গোলাপ।
বিকাল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। ঘোষিত ফলাফলে সভাপতি হিসেবে খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি মোঃ রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা), সদস্য পদে শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল), এএসএম হোসাইন শাহেদ (যমুনা টিভি) বিজয়ী হয়েছেন। ফলফল ঘোষণায় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।