চট্টগ্রামের তিন আসনে শেষ মুহূর্তের রদবদল, চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:১৫ পিএম
চট্টগ্রামের তিন আসনে শেষ মুহূর্তের রদবদল, চূড়ান্ত প্রার্থী ঘোষণা বিএনপির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রামের তিনটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রার্থী করা হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে চট্টগ্রামে বিএনপির নির্বাচনী কৌশলে নতুন সমীকরণ তৈরি হলো।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে এসব সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। একইদিন সকালে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাসভবনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়নপত্র তুলে ধরেন মোহাম্মদ আসলাম চৌধুরী।

দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-৪ আসনে আগে প্রার্থী করা হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। তবে এই সিদ্ধান্তের পর থেকেই স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দেয়। আসলাম চৌধুরীর অনুসারীরা প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মসূচি পালন করেন। এসব পরিস্থিতির প্রেক্ষাপটে শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ড আসলাম চৌধুরীকেই চূড়ান্ত প্রার্থী করার সিদ্ধান্ত নেয়।

একই সঙ্গে চট্টগ্রাম-১০ আসনেও পরিবর্তন আনে বিএনপি। আগে এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়া হয়। ফলে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে প্রার্থী করা হয়েছে তার পুরনো সংসদীয় এলাকা চট্টগ্রাম-১১ আসনে।

প্রার্থী পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “চট্টগ্রামের তিনটি আসনে দলীয়ভাবে পুনর্বিবেচনার মাধ্যমে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমান এবং চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীই বিএনপির প্রার্থী।”

মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়ায় সাঈদ আল নোমান বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমার জন্য বড় সম্মান ও দায়িত্ব। এই আস্থার মর্যাদা রক্ষায় চট্টগ্রাম-১০ আসনের মানুষের পাশে থেকে কাজ করতে চাই।”

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি সংসদীয় আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন। এরপর বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তন ও রদবদলের সিদ্ধান্ত নেয় দলটি। চট্টগ্রামের এই তিন আসনের সিদ্ধান্ত সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

আপনার জেলার সংবাদ পড়তে