ধামইরহাটে বিএনপিমনোনীত প্রার্থী সামসুজ্জোহা খানের মনোনয়ন জমা

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৫ পিএম
ধামইরহাটে বিএনপিমনোনীত প্রার্থী সামসুজ্জোহা খানের মনোনয়ন জমা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ৪৭/নওগাঁ-২(ধামইরহাট-পত্নীতলা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক  মোঃ সামসুজ্জোহা খানের পক্ষে মনোনয়ন ফরম জমা প্রদান করা হয়েছে। আজ ২৯ ডিসেম্বর বিকেলে ধামইরহাট উপজেলা বিএনপি,যুবদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার  প্রশান্ত চক্রবর্তী এর নিকট নমিনেশন জমা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধামইরহাট উপজেলা শাখার সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, সাংগঠনিক সম্পাদক জনতার চেয়ারম্যান শামিম কবির মিল্টন, পৌর বিএনপি'র সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান মীর, জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, জেলা মহিলা দলের সহ-সভাপতি মাজেদা বেগম, পৌর বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদিকা শাহিনা ইয়াসমিন, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।