ফুলবাড়ীর আদর্শ শিক্ষক আলী আজগার মিয়া মাষ্টারের ২৯তম মৃত্যুবার্ষিকী পালন

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:১৫ পিএম
ফুলবাড়ীর আদর্শ শিক্ষক আলী আজগার মিয়া মাষ্টারের ২৯তম মৃত্যুবার্ষিকী পালন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ প্রধান শিক্ষক, মুলধারা তাবলিগ জামাতের সাথী মরহুম আলী আজগার মাষ্টারের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। 

এ উপলক্ষে ২৮ ডিসেম্বর মরহুম আলী আজগার মাষ্টারের পরিবারের সদস্যরা পারিবারিকভাবে এ কর্মসূচী পালন করে। মৃত্যুবার্ষিকী পালনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের ছোটভাই, ছেলেরা, বোনোরাসহ ভাতিজারা ও এলাকাবাসী।

রোববার দুপুরে মিলাদ, দোয়া মাহফিল ও মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচী পালন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালানা করেন মরহুম আলী আজগার মাষ্টারের উদ্যোগে প্রতিষ্ঠিত ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ মনজুরুল ইসলাম বকশী।

এতে মরহুমের স্মৃতিচারণ করে অশ্রুসিক্ত বক্তব্য রাখেন মরহুমের দ্বিতীয়পুত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, ফুলবাড়ী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন বাদল, মরহুমের ছোটভাই রজব আলী, মরহুমের ভাতিজা মাহাবুল হক ও মরহুম আলী আজগার মাষ্টারের উদ্যোগে প্রতিষ্ঠিত ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মোঃ মনজুরুল ইসলাম বকশী।

উল্লেখ্য, মরহুম আলী আজগার মাষ্টার ১৯৯৬ ইং সালের ২৮ ডিসেম্বর দ্বীনের দাওয়াতি কাজে টঙ্গীর বিশ্ব এস্তেমায় শরীক হয়ে সড়ক দুর্ঘটনায় শাহাদতবরণ করেন। মরহুম আলী আজগার মাষ্টার তার জীবদ্দশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আদর্শ প্রধান শিক্ষক, মুলধারা তাবলিগ জামাতের সাথী ছিলেন। 

তার জীবনের অধিকাংশ সময় মানুষকে আল্লাহর পথে আনার দাওয়াতি প্রচেষ্টা ছিল। তিনি ফুলবাড়ী উপজেলা সদরের প্রথম হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তার প্রতিষ্ঠিত ফুলবাড়ী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান।

আপনার জেলার সংবাদ পড়তে