ইনকিলাব মঞ্চের প্রধান ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চের অনুশরীরা।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপি গণঅধিকার পরিষদ ও ইনকিলাব মঞ্চের অনুসারীরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকে থাকে।
বিকেল ৩টায় শুরু হওয়া ১ঘন্টার বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদের গাজীপুর জেলা আহবায়ক আজহার পাঠান, এন সি পি কালিয়াকৈর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক দেওয়ান মহবুবুল আলম পনির, ইনকিলাব মঞ্চের রেদোয়ান আদনান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন ওসমান হাদীকে যারা নির্মমভাবে হত্যা করেছে অতি শীঘ্রই তাদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।বিকেল ৪ টায় অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।