নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান।
পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি ও সুষ্ঠু ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, উপজেলা আইসিটি অফিসার মোঃ তারেক সেফাতী এবং নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল ওয়াহেদ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাই ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করছে।