বাগমারায় ধানের শীষের প্রার্থী ডিএম জিয়ার মনোনয়ন ফরম দাখিল

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ পিএম | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৬ পিএম
বাগমারায় ধানের শীষের প্রার্থী ডিএম জিয়ার মনোনয়ন ফরম দাখিল
রাজশাহী-৪ (বাগমারা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান জিয়া। সোমবার বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের দপ্তরে বিএনপির নেতৃবৃন্দ সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মনোনয়ন দাখিলকালে ডিএম জিয়াউর রহমান জিয়ার সাথে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি আ.ন.ম শামসুর রহমান মিন্টু, বিএনপি নেতা এ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, মোজাম্মেল হক প্রমুখ। মনোনয়ন দাখিল শেষে শেষে বিএনপি প্রার্থী বলেন, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যেই বিএনপি নির্বাচনী মাঠে রয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে আশাবাদী ডিএম জিয়াউর রহমান জিয়া।
আপনার জেলার সংবাদ পড়তে