জাতীয় নাগরিক পার্টিতে এনসিপিতে যোগ দিতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) দলের একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।আজ রাজধানীর বাংলামোটরস্থ এনসিপি কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তাঁর যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত জানান, জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। দলীয় সূত্রগুলো বলছে, সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদও উপস্থিত থাকবেন এবং সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন।
এনসিপির ভেতরের একাধিক সূত্র জানায়, দলে যোগ দেওয়ার পর আসিফ মাহমুদকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে। একজন শীর্ষ নেতা জানান, আপাতত তিনি নির্বাচনে অংশগ্রহণ না করলেও দলীয় মুখপাত্র হিসেবে সক্রিয় ভূমিকা পালন করবেন।
এদিকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লা-৩ মুরাদনগর আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে এনসিপির এক কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর পক্ষে গত বুধবার (২৪ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি অনেকটা গোপন রাখা হলেও জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী গত শনিবার (২৭ ডিসেম্বর) তা নিশ্চিত করেন।
মনোনয়নপত্র কেনার তথ্য নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, “আসিফ মাহমুদ আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।”
মনোনয়নপত্রের রেজিস্ট্রারে আসিফ মাহমুদের বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এবং স্থায়ী ঠিকানা হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর উল্লেখ রয়েছে।
এর আগে আসিফ মাহমুদ গত বুধবার (১০ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন এবং ওই আসনে ভোটার হিসেবেও নাম অন্তর্ভুক্ত করেন। একই সঙ্গে তাঁর সমর্থকেরা কুমিল্লা-৩ আসন থেকেও মনোনয়নপত্র সংগ্রহ করেন।
দলীয় রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে নানা জল্পনা চললেও সোমবারের সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সেই অনিশ্চয়তার অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করছেন এনসিপির নেতারা। তাদের মতে, আসিফ মাহমুদের যোগদান দলটির সাংগঠনিক ও রাজনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে।