আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে রাজশাহী-৪ (বাগমারা) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. আব্দুল বারী। সোমবার বিকেলে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডা. আব্দুল বারী সরদার রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্ম পরিষদের সদস্য। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন। পাশাপাশি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে তিনি একজন জনসম্পৃক্ত ও মানবিক প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন।
এর আগে বাগমারায় ধারাবাহিক জনসংযোগ, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দেন। স্থানীয় বিভিন্ন সংকটে তাঁর ভূমিকা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এদিকে রাজশাহী-৪ (বাগমারা) আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করায় উপজেলার রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে।