পিরোজপুরের ৩টি আসনে ১৬ জনের মনানয়ন পত্র দাখিল

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৭ পিএম
পিরোজপুরের ৩টি আসনে ১৬ জনের মনানয়ন পত্র দাখিল

পিরোজপুর জেলার ৩টি আসনে শেষ দিন পর্যন্ত মোট ১৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এর মধ্যে পিরোজপুর-১ আসনে ২জন, পিরোজপুর-২ আসনে ৭ জন ও পিরোজপুর-৩ আসনে ৭ জন।

পিরোজপুর-১ আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন বিএনপির অধ্যক্ষ আলমগীর হোসেন ও জামায়াত ইসলামীর মাসুদ সাঈদী। পিরোজপুর-২ আসনে বিএনপির আহমেদ সোহেল মঞ্জুর, জামায়াত ইসলামীর শামীম সাঈদী, জাতীয় পার্টি  (জেপি মঞ্জু) এর মাহিবুল হোসেন, এবি পার্টির মো: ফয়সাল খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আবুল কালাম আজাদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহামুদ হোসেন (স্বতন্ত্র) ও মো:  মোস্তাফিজুর রহমান (স্বতন্ত্র) এবং পিরোজপুর-৩ আসনে বিএনপির রুহুল আমীন দুলাল, জামায়াত ইসলামীর শরীফ আব্দুল জলিল, এনসিপির ড. শামীম হামিদী, জাসদের মো: করিম সিকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ডা. রুস্তুম আলী ফরাজী, জাতীয় পার্টি (এরশাদ) এর মো: মাশরেকুল আযম রবি ও মো: তৌহিদুজ্জামান (স্বতন্ত্র)।

এদিকে নির্ধারিত সময়ের ১ মিনিট পরে গেলে গন অধিকার পরিষদ এর প্রার্থী আনিসুর রহমান মুন্না মনোনয়নপত্র দাখিল করতে পারেনি। 

এ ছাড়া পিরোজপুরের ৩টি আসনের মধ্যে একটি আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। জেলার ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য মাহমুদ হোসেন বিদ্রোহী প্রার্থী হয়েছেন। ধনাঢ্য মাহামুদ ২০২৩ সালে জাতীয় পার্টি  (জেপি, মঞ্জু) থেকে বিএনপিতে যোগ দেন। বিএনপিতে যোগ দিয়ে তিনি বিএনপির মনোনয়নের আশায় ব্যাপক গণসংযোগও করেছিলেন।