ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আরাফাত সিদ্দিকীর নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট নয়জন প্রার্থী। যার মধ্যে দলীয় ৬জন ও স্বতন্ত্র প্রর্থী হিসেবে জমা দিয়েছেন ৩জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তাজুল রায়হান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করতে মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ দিন দলীয় প্রার্থী হিসেবে ছয়জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আসাদুজ্জামান সোহেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহ, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাফেজ আঃ কদ্দুছ শিকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোঃ জহিরুল ইসলাম।
এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ মরহুম আব্দুল খালেকের সন্তান মোহাম্মদ আনোয়ার সাদাত, ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন ও ভিক্ষুক আবুল মুনসুর।