ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে ১২ মনোনয়নপত্র জমা দিলেন যারা

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০০ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে ১২ মনোনয়নপত্র  জমা দিলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া -১ নাসিরনগর আসনে বিএনপির একজন ‘বিদ্রোহী’ প্রার্থীসহ ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

তারা হলেন  জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও উপজেলা জামায়াতের আমীর অধ‍্যাপক এ কে এম আমিনুল ইসলাম, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক  এস এম শহিদ উল্লাহ,জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. শাহআলম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. ইসলাম উদ্দিন,ইসলামী আন্দোলন বাংলাদেশের হুসাইন আহমদ, ইনসানিয়াত বিপ্লবের মনোনীত প্রার্থী ও জেলা যুগ্ম আহবায়ক

ইঞ্জিনিয়ার শরীফ মৃধা,স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য এস এ কে একরামুজ্জামান সুখন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা  বিএনপির সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট একেএম কামরুজ্জামান মামুন, স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী,স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে আগামী সংসদ নির্বাচনে ২ লাখ ৭৫ হাজার ৩৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।