বাউফল আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৪ পিএম
বাউফল আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাঁচজন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ বাউফল আসনে ১০ জনের মধ্যে মনোনয়ন ফরম জমা দিয়েছেন পাচজন। বেলা দেড়টার দিকে বিএনপি মনোনীত  ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক এমপি শহিদুল আলম তালুকদার মনোনয়নপত্র জমা দান কালে  তার সাথে  জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন, ছালমা আলম সহ বাউফল উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

বেলা ২ টার দিকে জামাতে ইসলামের মনোনীত  দাঁড়িপালা মার্কার প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক  ড. শফিকুল ইসলাম মাসুদ মনোনয়নপত্র জমাদানন কালে  তার সাথে উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি সম্পাদক,  মহিলা নেত্রী সহ  সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 এ ছাড়াও ইসলামি আন্দোলনের মালেক হোসেন, আমার বাংলাদেশ (এবি) পার্টির মো. রুহুল আমিন।, গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান মনোনয়ন জমা দেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে