মাদারীপুর-৩ আসন (মাদারীপুর সদরের আংশিক -কালকিন ও ডাসার) থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আনিসুর রহমান খোকন তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম এর হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী মোঃ জাফর আলী মিয়া, বিএনপি নেতা মর্তুজা আলম ঢালী, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, মহিলাদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেত্রী ডেইজি আফরোজ প্রমুখ।
মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলহাজ্ব আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মানুষ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এসময় তিনি সংসদ নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।