বরিশাল-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের মনোনয়ন দাখিল

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:৩৪ এএম
বরিশাল-৩ আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী ফারদিন ইয়ামিনের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে গণ অধিকার পরিষদের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রবাসী অধিকার পরিষদ ইতালি শাখার সভাপতি এইচ এম ফারদিন ইয়ামিন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের পর গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় ফারদিন ইয়ামিন বলেন, বাবুগঞ্জ ও মুলাদীবাসীর প্রতি তাঁর অঙ্গীকার ; জনগণ যদি তাঁকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেন তবে এলাকার নদীভাঙন প্রতিরোধ, সন্ত্রাস ও দুর্নীতি নিয়ন্ত্রণ এবং জনসাধারণের সেবা নিশ্চিত করাই হবে তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে সেবামূলক কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুম হাওলাদার, বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি রানা আহমেদ, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশিক হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা গণ অধিকার পরিষদের সহ-সভাপতি সবুজ তালুকদার, উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রিয়াদ, বাবুগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. নয়ন ফকির, সাধারণ সম্পাদক কে. এম. আলামিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।