জেলার ঝিনাইগাতী উপজেলায় গাছ কাটার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রেজ্জাক (৪৭) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে মোমিন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রেজ্জাক জেলার ঝিনাইগাতী উপজেলার ডেফলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে আব্দুর রেজ্জাকসহ কয়েকজন শ্রমিক মোমিন মিয়ার বাড়িতে গাছ কাটতে যান। বিকেলে গাছ কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত গাছটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে আব্দুর রেজ্জাক বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা আব্দুর রেজ্জাককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছে ন।